Hits: 6
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, জেলা প্রাথমিক ও গণশিক্ষা অফিসার মেহেদী আকতার, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারঃ) আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সাংবাদিক উজ্জল চক্রবর্তী, আফতাব হোসেন, ওবায়দুল হক প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণে জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন পূরণে শিক্ষা উন্নয়ন আরও একধাপ এগিয়ে যাবে।