Hits: 59
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে ফজলুল উলুম র্কি-আতুল কুরআন সিদ্দিকিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংগঠন এসএসসি-০২ ব্যাচের উদ্যোগে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাঁচ মণ চাল, এক মণ আলু, পাঁচ কেজি মসুর ডাল ও তিন কেজি পেঁয়াজ।
পরে এতিম শিশুদের বিরিয়ানি রান্না করে খাওয়ান ২০০২-ব্যাচের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সুপার হাফেজ মাসুদ সরকার, এসএসসি-০২ ব্যাচের রাকিব হাসান রোজ, নাহিদ হাসান চৌধুরি রিয়াদ, শাওন হুদা, শফিক সোমেল, মুশফিক মিরন, তাসনিম অন্তি ও শরন।