Hits: 13
সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হুসাইন মাহমুদ নাজমুল, রুহুল আমিন তমাল, সদস্য খোরশেদ আলম, কামারজানী ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মজিদসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের উপর গাইবান্ধা ব্রীজ রোডে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দলীয় কার্যালয়ে সোমবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গাইবান্ধা সদর থানা শাখা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সদর থানা যুবদলের আহবায়ক ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার আল আমিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহেদুন্নবী তিমু, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হুসাইন মাহমুদ নাজমুল, আবু তাহেরী মিরণ ও আব্দুল গনি, সদস্য রানা মিয়া, শিমুল মিয়া, রেজা মিয়া, মমিনুল হক প্রমুখ।
বক্তারা উক্ত সভা থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনী ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।