Hits: 8
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাইবান্ধা সদর থানা শাখার নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সদর থানা যুবদলের নব গঠিত কমিটির আহবায়ক ইউনুস আলী দূখুর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার আলামিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ড. মইনুল হাসান সাদিক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, রংপুর জেলা যুবদলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক নাজমুল আলম নাজু, গাইবান্ধা সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কামরুল হাসান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু ও আনিসুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদূর রাজ্জাক ভুট্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহেদুন্নবী তিমু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুসাইন মাহমুদ নাজমুল, যুগ্ম আহবায়ক আবু তাহেরী মিরন, তৌকির রহমান সাগর, রাছিব খান ও ফেরদৌস অনিক।
পরিচিতি সভা শেষে সদর থানা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গাইবান্ধা সদর থানা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সদর থানা যুবদলের অধীন্থ মেয়াদ উত্তীর্ণ সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর