Hits: 6
স্কুল শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ফাইজার বা মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকার তেজগাঁও মহিলা উচ্চ বিদ্যালয়ে শনিবার নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পরীক্ষা পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকের তুলনায় তিনগুণ বেশি নার্সের ব্যবস্থা করা হবে।
দেশে এখন পর্যন্ত ১৮ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এখন স্কুল শিক্ষার্থীদের কোভিড টিকার আওতায় আনার চিন্তা করছে সরকার। তবে ফাইজার ও মডার্নার টিকা এখনো কেনার পথে এগোয়নি বাংলাদেশ। শুধু কোভ্যাক্স থেকেই তা পাচ্ছে।