Hits: 15
ইউটিউবে সাপ ধরার কৌশল দেখতেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক যুবক। পরে বাস্তবে সাপ ধরতে গিয়ে ছোবল খেয়েছেন তিনি।
ওই যুবককে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।
স্থানীয় সূত্রের বরাতে খবরে বলা হয়, রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা সৌরভ পন্ডিত ইউটিউবে সাপ ধরা দেখত। এভাবে সে কয়েকটি জায়গায় সাপ ধরতেও যায়।
সম্প্রতি বোনের বাড়িতে সাপ আছে শুনে তিনি সেটিকে ধরতে যান। সাপ ধরার পর পাত্রে ভরার সময় সেটি তাকে ছোবল দেয়। তবে তার হাতে কোনো দাগ নেই।
ধারণা করা হচ্ছে, কালাচ প্রজাতির সাপ তাকে কামড় দিয়েছে। এই সাপ কামড়ালে কোনো দাগ হয় না। জ্বালা যন্ত্রণাও হয় না। কিন্তু হঠাৎ তলপেটে ব্যাথা শুরু হয়।