Hits: 6
রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ঘুষ দুর্নীতি-লুটপাট মাদক বন্ধ কর এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুবজোটের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জেলা জাসদ কার্যালয়ে শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় যুবজোট গাইবান্ধা জেলা সভাপতি সুজন প্রসাদের সভাপতিত্বে প্রচার প্রকাশনা সম্পাদক দিদারুল ইসলাম নিশাতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মোনা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বক্তা জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার পারভেজ বাবু, দিলরুবা পারভীন লিমা, রনজিৎ চন্দ্র বর্মন, কালাম খান, মিজানুর রহমান সিদ্দিক, মোছাদ্দেকুল ইসলাম আদনান প্রমুখ। শেষে করোনার মহামারী অবসানে বিশেষ মোনাজাত করা হয়।