Hits: 5
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের
সাম্প্রতিক সৃষ্ট বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার
নগদ অর্থ ও খাদ্যশস্য প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ওই উপজেলার দুর্গম চরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নগদ অর্থ ও খাদ্যশস্য বন্যা কবলিত মানুষের মাঝে তুলে দেয়া হয়।
নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো. আবদুল মতিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, কামারজানি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জাকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুর রাফিউল আলম।
কামারজানি ইউনিয়নের খাড়জানি চরে সাম্প্রতিক সৃষ্ট বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা ও ১৫০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।