Hits: 9
অবিলম্বে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের থানা ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি হাফেজ মাও. ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, যুগ্ম সম্পাদক মাওলানা আল আমীন বিন হোসাইন, উপদেষ্টা মুহা. মঈনুল হক, প্রচার সম্পাদক হাফেজ মাও. মাসুদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, যদি অফিস আদালত, বাস, ট্রেন, পার্ক চিড়িয়াখানা স্বাস্থ্য বিধি মেনে চলতে পারে, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা কেন চলবে না। সরকার প্রায় তিন কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা সরকারকে সকল তালবাহানা বন্ধ করে স্বাস্থ্যবিধি মনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। অন্যথায় দূর্বার আন্দোলন গোড়ে তোলা হবে বলে বক্তারা হুসিয়ার দেন।