Hits: 15
গাইবান্ধায় সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিপদসীমার উপরে উঠছে নদ-নদীর পানি।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গতকাল (বুধবার) দুপুর ৩টা পর্যন্ত ব্র²পুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেইসঙ্গে গাইবান্ধা শহর পয়েন্টে ঘাঘট নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর ফলে জেলা সদর ও ফুলছড়ি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ পরিবার। তলিয়ে গেছে রাস্তাঘাট এমনকি ফসলি জমি।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর