বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন
ঘোষণা :
নতুনবন্দরের ক্ষুদ্রব্যবসায়ীদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত
শিরোনাম :
নতুনবন্দরের ক্ষুদ্রব্যবসায়ীদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় নৈশকোচে ডাকাতি, চালক নিহত

সাপ্তাহিক দারিয়াপুর ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩

Hits: 88

ঢাকা-রংপুর মহাসড়কের চম্পাগঞ্জ এলাকায় ভোররাতে হানিফ পরিবহনের এই নৈশকোচে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার সকালে রংপুরের পীরগঞ্জ থানার সামনে ঢাকা-রংপুর মহাসড়কের চম্পাগঞ্জ এলাকায় ভোররাতে হানিফ পরিবহনের এই নৈশকোচে ডাকাতি সংঘটিত হয়েছে।
গাইবান্ধার চম্পাগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে হানিফ পরিবহনের একটি নৈশকোচে আজ বুধবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের ছুরিকাঘাতে নৈশকোচের চালক নিহত হয়েছেন।
নিহতের নাম মনজুর হোসেন (৫৫)। তিনি ঢাকার লালবাগ এলাকার মৃত মনজু মিয়ার ছেলে। ডাকাতেরা যাত্রীদের মুঠোফোন, নগদ টাকাসহ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে যাত্রীরা জানান। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এবং পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র ডাকাতির খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও যাত্রীরা বলেন, হানিফ পরিবহনের বাসটি গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেয়। কোচে ৩০ জন যাত্রী ছিলেন। বাসটি রাত আড়াইটার দিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকা অতিক্রম করে। বাসে যাত্রীবেশে থাকা ডাকাতেরা ধাপেরহাট ও রংপুরের পীরগঞ্জের মাঝামাঝি এসে বাসটি তাদের নিয়ন্ত্রণ নেয়। তারা প্রথমে বাসের চালক মনজুর হোসেনকে ছুরিকাঘাত করে। এ সময় চালক বাসটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা আবার সজোরে চালকের কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
বাসে যাত্রীবেশে থাকা ডাকাতেরা ধাপেরহাট ও রংপুরের পীরগঞ্জের মাঝামাঝি এসে বাসটি তাদের নিয়ন্ত্রণ নেয়। তারা বাসের চালক মনজুর হোসেনকে ছুরিকাঘাত করে।
বিজ্ঞাপন
এরপর ডাকাত দল লুটপাট করতে করতে রংপুরের শটিবাড়ি এলাকা পর্যন্ত যায়। সেখান থেকে বাসটি উল্টো পথে ঘুরিয়ে নিয়ে ডাকাতেরা গাইবান্ধার পলাশবাড়ী শহরের দিকে রওনা দেয়। পলাশবাড়ী পৌঁছার আগে ডাকাতেরা ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে পীরগঞ্জের চম্পাগঞ্জ হাইস্কুলের সামনে রাত তিনটার দিকে যাত্রীসহ বাসটি রেখে পালিয়ে যায়। এ সময় ডাকাতেরা যাত্রীদের মুঠোফোন, নগদ টাকাসহ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
পরে আহত চালক মনজুর হোসেনকে সংলগ্ন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ওই রাতেই তাঁকে মৃত ঘোষণা করেন। চালকের লাশ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পীরগঞ্জ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ডাকাতি হওয়া হানিফ পরিবহনের নৈশকোচটি পীরগঞ্জ থানা-পুলিশের হেফাজতে রয়েছে। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, এ ঘটনায় নৈশকোচের সুপারভাইজার বাদী হয়ে পীরগঞ্জ থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন