Hits: 6
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জেলার ব্রহ্মপুত্র ও ঘাঘট নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকাল ৩টা থেকে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি গতকাল বুধবার ৩টা পর্যন্ত ১৪ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ১০ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নদীর তীরবর্তী নিচু এলাকা এবং চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
পানি বৃদ্ধির ফলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ও আশেপাশের এলাকাগুলোতে পানি উঠতে শুরু করেছে। ফলে ওইসব এলাকা ও নিচু এলাকার আমন বীজতলা, রোপা আমন, পাট, মরিচ, বেগুন, পটলসহ নি¤œাঞ্চলের বিভিন্ন ফসল তলিয়ে গেছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর