Hits: 8
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের উপর্যুক্ত ক্ষতিপুরণ ও ডিসেম্বরের মধ্যেই নূন্যতম ৮০% মানুষকে টিকা প্রদানের দাবিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অ্যাড. নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বীরেন চন্দ্র শীল, জাহেদুল ইসলাম, চপল সরকার, কৃষ্ণ চন্দ্র পাল, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা প্রমুখ।
বক্তারা বলেন, গত প্রায় দুই বছরে করোনা পরিস্থিতিতে নি¤œ আায়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সবকিছু হারিয়েছে। সরকারী আর্থিক প্রণোদনা না পেলে এই মানুষরা কোনভাবেই উঠে দাঁড়াতে পারবেনা। সেজন্য নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক প্রণোদনা এবং গরীব-নি¤œ আয়ের মানুষকে স্বল্পমূল্যে রেশন সরবরাহের দাবী জানান। বক্তারা আগামী ডিসেম্বরের মধ্যেই ন্যূনতম ৮০% মানুষকে টিকা প্রদান ও করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা ও উপজেলা হাসপাতালে আইসিইউসহ সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করতে সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ দীর্ঘ প্রায় দুই বছর যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভর্তি-পুনঃ ভর্তি এবং এসএসসি ও এইচএসসি’র ফরম পুরণে কর্তৃপক্ষের বেপরোয়া বেতন-ফি আদায় করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে গত এক বছরের বেতন-ফি মওকুফ করে আদায়কৃত সকল অর্থ ছাত্রছাত্রীদের ফেরত দেয়ারও আহবান জানান। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ কিন্ডারগার্টেন ও নন এমওপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত এক বছরের বেতন-ভাতা এবং প্রতিষ্ঠান চালু করতে সরকারী আর্থিক প্রণোদনা দাবী করেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর