Hits: 125
দেশ বরেণ্য ছড়াকার, সাহিত্যিক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা প্রয়াত আবু জাফর সাবুর স্মরণে নাগরিক মঞ্চের উদ্যোগে গতকাল বুধবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নাগরিক শোকসভার আয়োজন করা হয়। শোক সভার শুরুতেই আবু জাফর সাবুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সভায় রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, বন্ধু-স্বজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে ও সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু। সভায় আমন্ত্রিতের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গণ ফোরামের জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, কবি সরোজ দেব, উদীচী জেলা সভাপতি জহুরুল কাইয়ুম, ডা: রশিদুল হাসান বকুল, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন ও দীপক কুমার পাল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সদস্য রিকতু প্রসাদ, সুজন প্রসাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পিটু রশীদ, অবলম্বন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, শহিদুল ইসলাম, রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি রেবতী বর্মন, সাপ্তাহিক গণ প্রহরী পত্রিকার ফাতেমা মজিদ জুই, জাহাঙ্গীর কবীর তনু, ফিরোজ কবীর রানা, রোকনদ্দৌলা, শিরিন আকতার, নুর মোহাম্মদ বাবু, সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, দৈনিক সমকালের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এনামুল হক প্রমুখ। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন অঞ্জলী রাণী দেবী ও কবি সোহেল রানা।
স্মরণ সভায় আবু জাফর সাবুর পরিবারের পক্ষে ছেলে আবু কায়সার শিপলু ও ভাগ্নি রুমা আলম উপস্থিত থেকে সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। শেষে প্রয়াত আবু জাফর সাবুর প্রতিকৃতি, কবিতার পংক্তিমালায় সাজানো স্মারক পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর