Hits: 35
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে শহিদ আলতাফ মাহমুদ স্মরণ ও পদক প্রদান উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সনধে ৬ টায় দারিয়াপুর সারথি কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করে শহিদ আলতাফ মাহমুদ সংগীতায়তন।
অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী মোহাম্মদ আলী খানের হাতে এবারের শহিদ আলতাফ মাহমুদ পদক তুুুলে দেয়া হয়।
পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আব্দুস ছাত্তার, প্রবীণ রাজনীতিবিদ হাসান মাহমুদ সিদ্দিক, শহিদ আলতাফ মাহমুদ সঙ্গীতায়নের পরিচালক জিয়াউর রহমান পলাশ প্রমূখ। সম্পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালন করেন শবনম নূপুর।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর