Hits: 3
গাইবান্ধা জেলা প্রশাসন ও আইসিটি বিভাগের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস বিস্তার রোধে জনসচেতনতা কার্যক্রম বৃদ্ধি এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ সেবা নিন ইত্যাদি বিষয়ে ক্যাম্পেইনসহ ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত অর্জন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, বিটিভি গাইবান্ধা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গাইবান্ধার সহকারি পরিচালক মো. হামিদুর রহমান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আশরাফ আলী, জেলা ইমাম সমিতির প্রতিনিধি মাহমুদুল ইসলাম, ফ্রেন্ডশীপের আঞ্চলিক সমন্বয়কারি আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার মো. লোকমান হোসেন।