Hits: 9
গাইবান্ধায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল খায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহ সারোয়ার কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলার ৫ সফল চাষীকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে গাইবান্ধা পৌর পার্কে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।