Hits: 20
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দারারপাড় পাইকরেরতল পাথারি কালি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ফেরদৌস আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের স্কুলের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেরদৌস ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
থানার ওসি তদন্ত বুলবুল ইসলাম জানান, আসামির স্বীকার উক্তি মোতাবেক জানা গেছে, ঘটনাটি সে ঘটিয়েছে। তবে ফেরদৌস অসংলগ্ন কথাবার্তা বলছে। তার কথাবার্তার মধ্যে কোন রকমের মিল খুঁজে পাওয়া যায়নি।
ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান রাজু জানান, ফেরদৌস কিছুটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন থেকে সে রাত-দিন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়।
এদিকে উপজেলা পরিষদের কক্ষ হতে রোববার উপজেলা সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ মন্ডপ কমিটির সদস্যদের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।
উল্লেখ্য, গত মঙ্গবার রাতে মন্দিরের ভেতরে থাকা দেবতা ও দেবতার বাহনসহ ৭টি মূর্তি ভাংচুর করে কে বা কাহারা। এরপর দেবতার কাঠামোর খড়কুট আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। দুর্বৃত্ত মন্দিরের ভেতরে থাকা ডালা, কুলা, চালুন, শংখ, কাশর ঘন্টাসহ অন্যান্য উপকরণ নিয়ে যায়। ওই ঘটনায় সাধারণ সম্পাদক ফনি ভুষণ চন্দ্র বর্মন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।