Hits: 14
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সাঘাটা উপজেলা কমিটির সভাপতি কমরেড রেজাউল করিম সুইট স্মরণে শোকসভা সাঘাটা উল্যা সোনাতলায় অনুষ্ঠিত হয়েছে। রেজাউল করিম সুইট (৫৬) গত ২২ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
শনিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় উল্যা সোনাতলা উচ্চ বিদ্যালয় কক্ষে সাঘাটা উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে উপজেলা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম শেখ এর সভাপতিত্বে এবং উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাবেক সভাপতি এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান মইশাল, উল্যা সোনাতলা বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, সাঘাটা উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর বর্মণ, নিবারণ চন্দ্র দেব নিপু, প্রদীপ কুমার চাকী, আফজাল হোসেন দুদু, আঃ ওহাব মন্টু এবং প্রয়াত সুইটের ভাই জুয়েল।
বক্তারা বলেন, কমরেড সুইট সমাজ বদলের লড়াইয়ের একজন একনিষ্ঠ যোদ্ধা ছিলেন। সেইসাথে তিনি সামাজিক সেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকার অনেক বড় ক্ষতি হয়ে গেলো বলেও উল্লেখ করেন বক্তাগণ।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর