Hits: 15
শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ ৬দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ। দ্রæত শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, করোনাকালীন বেতন ফি মওকুফ, শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, রেশনিং চালু, সেশনজট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন, শিক্ষার্থীদের হেলথ্ কার্ড প্রদান করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ১নং ট্রাফিক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংসদের দপ্তর সম্পাদক আতিকুর রহমান, পলাশবাড়ী উপজেলা সংসদের আহবায়ক মনোয়ার হোসেন লাহুল, কামাল প্রমুখ।
বক্তরা বলেন, সকল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় এনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ফরমফিলাপে প্রতিষ্ঠানের বেতন নেয়া হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। তারা করোনাকালীন শিক্ষার্থীদের সকল প্রকার বেতন ফি মওকুফ করার জোড় দাবি জানান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর