Hits: 26
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদীর পানি ২২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে, তিস্তা, ঘাঘট ও করতোয়া নদীর পানিও। গত দু’সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতের ফলে জেলার হাজার হাজার হেক্টর আমন ধান ও অন্যান্য সবজি পানিতে ডুবে গেছে।
জেলার সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ২৯টি ইউনিয়নের অন্ততপক্ষে ১০ হাজার পরিবারের বসতভিটায় পানি উঠছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, বৃষ্টিপাত ও উজানের ঢলে আরো তিন থেকে চার দিন জেলার নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
পানি বৃদ্ধির সাথে জেলার সাঘাটা উপজেলার কুমারপাড়া, কালুরপাড়া, মুন্সিরহাট সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি ও ভুষিরভিটা এবং সুন্দরগঞ্জ উপজেলার কছিমবাজারে নদীভাঙ্গনের তীব্রতা বেড়েছে।
গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, গত কয়েক দিন থেকে পানি বৃদ্ধির ফলে ভাঙনের শিকার পরিবারগুলো বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে নানা সমস্যা নিয়ে সময় পার করছে। বন্যা কবলিত মানুষজনের সরকারি বেসরকারি ত্রাণ সহায়তার প্রয়োজন দেখা দিচ্ছে বলে তিনি জানান।
এবিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, বন্যা মোকাবেলায় প্রশাসন ও সরকারের প্রস্তুতি রয়েছে।