Hits: 12
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধ, সম্পতিত্তে নারী পুরুষের সমাধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগষ্ট) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা সভাপতি অধ্যাপিকা রোকেয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, গাইবান্ধা জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক হালিমা খাতুন, পারুল বেগম প্রমুখ। বক্তারা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জোড় দাবি করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর