Hits: 2
গাইবান্ধায় ধারাবাহিকভাবে সংঘটিত হাসান-রোকন-রকি-লিখন-নান্নুসহ ৫টি হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর পার্কের সামনে সংগঠনের জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এম.এ মতিন মোল্লা, মাসুদুর রহমান মাসুদ, প্রবীণ কমিউনিস্ট নেতা বিরেন সরকার, রিপন বর্মণ, অ্যাড. আশরাফ আলী, আজাদুল ইসলাম, আশরাফুল ইসলাম, কামরুল ইসলাম, ফারুকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, লাগামহীন দাদন ব্যবসা আজ গোটা গাইবান্ধা জেলায় ছেয়ে গেছে। এমনকি জেলায় যেসব হত্যাকাÐ সংঘটিত হয়েছে, তার সাথে জড়িতরা সন্ত্রাসী দাদন ব্যবসায়ী। কিন্তু স্থানীয় প্রশাসনের উল্লেখযোগ্য কোন তৎপরতা নেই। এতে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। বক্তারা সকল হত্যাকাÐ, বিভিন্ন দুর্নীতি- বোনারপাড়া রেলওয়ের কোটি টাকার সম্পদ চুরি, বালাসিঘাটে বিআইডাবিøউএর অর্থ অপচয় ও কাবিখার লুটপাটে জড়িতদের শাস্তির দাবি জানান।