বুধবার, ৩১ মে ২০২৩, ০৩:৪৬ অপরাহ্ন
ঘোষণা :
নতুনবন্দরের ক্ষুদ্রব্যবসায়ীদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত
শিরোনাম :
নতুনবন্দরের ক্ষুদ্রব্যবসায়ীদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ।।ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে হবে সাথে ব্যবস্থার বদল করতে হবে দুঃশাসন হটাতে চাই, সাথে ব্যবস্থার বদল করতে চাই -পথসভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স লোডশেডিংয়ের প্রতিবাদে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ দারিয়াপুরে ১৪৩০ বঙ্গাব্দকে বরণে নানা আয়োজন গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র আলোচনা সভা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত

বালাসী-বাহাদুরাবাদ ফেরি ঘাট নিয়ে দুর্নীতি-অনিশ্চয়তা : গাইবান্ধায় নাগরিক মঞ্চের বিক্ষোভ সমাবেশ

সাপ্তাহিক দারিয়াপুর ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৪৫

Hits: 143

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর লক্ষ্যে সম্প্রতি টার্মিনাল ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে এটা নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ। সম্প্রতি বিআইডব্লিউটিএ আবার প্রতিবেদনে বলেছে এ পথে ফেরি চলাচল সম্ভব নয়। প্রতিবেদনে বলা হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের আগে নাকি সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি। এতে গাইবান্ধার মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। গাইবান্ধার মানুষ প্রশ্ন তুলছে তাহলে এ প্রকল্প কি লুটপাটের উদ্দেশ্যেই করা হয়েছিল?
বালাসী-বাহাদুরাবাদ ফেরি সার্ভিস প্রকল্পে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাটের প্রতিবাদে, এই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং গাইবান্ধা-জামালপুর ব্রহ্মপুত্র সেতু বা টানেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক মঞ্চ, গাইবান্ধা।
সোমবার (২৩ আগষ্ট) সকাল ১১টায় গাইবান্ধা ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে দুই ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে সভাপতিত্বে করেন নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেল। বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম পারভেজ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যা, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড. আশরাফ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল, সাবেক পৌর কাউন্সিলর জি এম চৌধুরি মিঠু, নারী নেত্রী রোকেয়া খাতুন, নিলুফার ইয়াছমিন শিল্পী, গাইবান্ধা কলেজের সাবেক ভিপি মোক্তাদুর রহমান মিঠু, শ্রমিকনেতা নুর মোহাম্মদ বাবু, আব্দুল মতিন আকন্দ, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া, কৃষক আন্দোলনের জুয়েল মিয়া, যুব ইউনিয়নের রানু সরকার, রবিদাস ফোরামের খিলন রবিদাস, ছাত্র নেতা ওয়ারেছ সরকার, শামীম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন, এতগুলো টাকার একটি প্রকল্প কোন প্রকার যাচাই বাছাই সম্ভাব্যতা পরীক্ষা ছাড়াই খরচ করা হলো এটা গাইবান্ধাবাসীর সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। এ ঘটনার মধ্যদিয়ে গাইবান্ধাবাসীর সাথে বড়ধরণের প্রতারণা করা হয়েছে। কার লুটপাটের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তা গাইবান্ধার মানুষ জানতে চায়। সেইসাথে অবিলম্বে বালাসী-বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নেরও দাবি করা হয় সমাবেশ থেকে এবং এই দেড়শ কোটি টাকা অপচয় ও লুটপাটের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুসিয়ারি দেন।
সমাবেশের শেষ পর্যায়ে সমাবেশকারীরা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করলে সদর থানার ওসি সেখানে উপস্থিত হয়ে রাস্তা ছেড়ে দিতে বলেন। এরপর সমাবেশের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন