Hits: 40
গাইবান্ধা সদর উপজেলার অন্যতম বড় হাট দারিয়াপুর ও লক্ষ্মীপুর। এই দুই হাটের দূরত্ব ৭কিঃমিঃ। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ ৪/৫বছর ধরে ভেঙ্গে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পরে। রাস্তাটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন, পদযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। অবশেষে গত ১৯/০৯/২০২০ইং তারিখে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়। প্রায় বছর পার হতে চলল সংস্কার কাজ শুরু করে হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে ঐ রাস্তায় চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বারবার দাবি জানানো সত্বেও কোন অদৃশ্য কারণে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হয়ে আছে। এর ফলে মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে রিক্সা-ভ্যান ও অটো চালকরা বেশি সমস্যায় পড়েছে।
রবিবার (২২ আগষ্ট) রাস্তা সংস্কার কাজ দ্রুত সমাপ্ত করার দাবিতে বিভিন্ন বাজারে পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটি। দারিয়াপুর, খোর্দ্দ মালিবাড়ী চৌরাস্তা বাজার, মাঠবাজার, বালাআটা বাজারে, এসব পথসভা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় দারিয়াপুর বাজারে শুরু হয়ে সন্ধ্যায় বালাটা বাজারে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।
এসব পথসভা ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, গাইবান্ধা সদর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, সিপিবি, জেলা কমিটির সদস্য সন্তোষ বর্মণ, আসোয়াদ আলী, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি গুলবদন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ময়নুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে মানুষের দুর্ভোগের কারণ হবে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে রাস্তার সংস্কার কাজ সমাপ্ত করার দাবি জানান। আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কার না হলে অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেয়ার হুসিয়ারি দেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর