Hits: 12
বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, করোনাকালে বেতন ফি মওকুফ, অ্যাসাইনমেন্টের পরিবর্তে এসএসসি এইচএসসি সরাসরি পরীক্ষা গ্রহণ দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
রবিবার (২২ আগষ্ট) সকাল ১১টায় শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, ছাত্র ইউনিয়নের সুমি আক্তার, জাকির হোসেন, ছাত্র ফ্রন্টের মাসুদা আক্তার, উম্মে নিলুফা তিন্নি, কলি রাণী প্রমুখ।বক্তারা অবিলম্বে সকল শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। সেইসাথে করোনাকালীন সকল বেতন ফি মওকুফ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের দাবি করেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর