সুমন কুমার বর্মন:
সংবাদপত্রে সংবাদ পরিবেশন করেও রাস্তা সংস্কার না হওয়ায় নিজেকে একজন ব্যর্থ সংবাদকর্মী হিসাবে আখ্যাদিয়ে ওই সড়কে দাঁড়িয়ে প্লাকার্ড হাতে মানববন্ধন করেছে ময়নুল ইসলাম নামে স্থানীয় এক সংবাদকর্মী। এ সময় তিনি প্লাকার্ড হাতে নিয়ে এক ঘণ্টা নির্বাক দাঁড়িয়ে থাকেন ওই সড়কে। ওই প্লাকার্ডে লেখাছিল “আমি একজন ব্যর্থ সংবাদকর্মী, এই রাস্তা নিয়ে নিউজ করেছি কিন্তু কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেন নি।” তখন তাকে দেখতে শত শত নারী পুরুষ রাস্তায় জড়ো হয়।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর-লক্ষ্মীপুর রাস্তার বালাআটা নামক স্থানে দাঁড়িয়ে পতিবাদ করেন তিনি।
এলাকাবাসি জানান, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর দারিয়াপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তাটি রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উদ্বোধনের পর রাস্তার সংস্কার কাজ খুব ধীর গতিতে এগুতে থাকে। পরর্বতীতে রাস্তার কাজ শেষ না হতেই হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পরে এলাকার মানুষ।
স্থানীয় সংবাদকর্মী ময়নুল ইসলাম জানান, ২০২০ সালে গাইবান্ধা সদর এলজিইডির বাস্তবায়নে রুরাল কানেক্টিভিটি এমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় রাস্তা রক্ষণাবেক্ষণের কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তাটি সংস্কারের নামে দীর্ঘদিন থেকে খোরাখুরি করে রাখলেও তা এখন অবদি সংস্কার করা হচ্ছে না। ফলে রাস্তাটি দিয়ে রিক্সা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন যাতায়াতে বিড়ম্বনার স্বীকার হচ্ছে।
তিনি আরও জানান, ইতোপূর্বে রাস্তাটি সংস্কারের দাবিতে এলাকাবাসি মানববন্ধনসহ বেশ কিছু কর্মসূচি পালন করে। সেসকল কর্মসূচি জাতীয় পত্রিকাসহ স্থানীয় পত্রিকায় বেশ গুরুত্ব সহকারে প্রকাশ পায়। তাতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। তাই এলাকার মানুষের দুর্ভোগের কথা ও নিজের খবর সংবাদপত্রে প্রকাশের পরও রাস্তা সংস্কার না হওয়ায় সংবাদকর্মী হিসাবে ব্যর্থতার দায় নিয়ে প্লাকার্ড হাতে রাস্তা সংস্কারের দাবিতে একাই রাস্তায় নেমে পড়েছি। তিনি বলেন এ দায় আমার, এ দায় রাষ্ট্রের। তাই নিজের দায়িত্ববোধ থেকে এমন প্রতিবাদ করছি।