Hits: 295
গাইবান্ধায় সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রাম থেকে ৩০পিস ভারতীয় অফিসার চয়েসসহ একলাসুর রহমান পটু (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক একলাসুর রহমান একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
বুধবার (১৮ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার ধুতিচোরা নয়াগাও গ্রামের ব্রহ্মপুত্র নদের কিনার থেকে ৩০পিস অবৈধ ভারতীয় অফিসার চয়েস সহ একলাসুর রহমান নামে এক যুবককে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে একলাসুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগরে পাঠানো হবে।