Hits: 56
শোক শক্তিতে পরিণত হোক…….
স্পন্দন জাগুক, বাংলার বাঙ্গালি সত্তায়,
কেবলে তুমি নেই, তুমি আছো তাই আছি।
তোমার আদর্শের শিক্ষা-দীক্ষায়।
চিরসত্যে চলছি ঐ সামনে দিগ-দিগন্তে,
দিক পাল তুমি তোমার তুলনায় তুমি দিনান্তে।
তুমি অমর অজয় বিশ্বের দরবারে,
পৃথিবী যত দিন কথা হবেই ইতিহাস ভরে।
তুমি মহান চির কল্যাণকর, বিজয়ী বীর-বীরোত্তম,
মহাকালে, মহাযোগের শতাব্দীর প্রাণপুরুষ-পুরুষোত্তম।
বিশ্ববরণ্যে বলিষ্ঠ কন্ঠস্বরের ধ্বনির প্রতীক তুমি,
তোমার দান-দীক্ষার, দক্ষিণা দিতে বাঙ্গালি চিরঋণী।
বিশ্ব ঘাতক, খুনিরা, মিথ্যাবাদীরা এখনো চারপাশ,
যত্র তত্র মরা লাশের দুর্গন্ধে বহে বিষাক্ত বাতাস।
এখনো হিংসায় জিঘাংসা দলমতে,
উন্নয়নের জোয়ার বইছে, শত বাধার মাঝেও চিরসত্যে।
মানচিত্র, স্বাধীনতা-পতাকার পতপত ধ্বনিতে দেই, পুষ্পাঞ্জলি,
অতন্ত্র-প্রহরীতে দীপ্ত-প্রতিশ্রæতিতে দন্ডায়মানগর্বে গর্বিত বাঙ্গালি।
স্বার্থক তোমার জন্ম, ধন্য তুমিধন্য, জাতিরজন্য,
তোমার চিনুক জানুক জনম জনম প্রজন্ম।
তোমার আত্মা স্বর্গবাসী হোক প্রাণেরএ প্রার্থনা,
স্মৃতিচরণে স্মরণে বরণে ধন্য হই- অঞ্জলিতে শুভকামনা।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর