Hits: 4
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী তার বাড়ির পিছন হতে ফসলী জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন।
সরেজমিনে সোমবার (১৬ আগষ্ট) ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে অবস্থিত উক্ত ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগমের বাড়ির সামনে গিয়ে দেখা যায় তিনি তার বাড়ির পিছনের একটি ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন করে বাড়ির সামনে থাকা একটি গর্ত পুরন করে আসছে দীর্ঘদিন থেকে। এ ব্যাপারে এলাকাবাসী তাকে বালু তুলতে নিষেধ করলেও তিনি কোন কথার কর্নপাত না করে ক্ষমতার জোড়ে তার ইচ্ছামত বালু উত্তোলন করে আসছেন।
এ ব্যাপারে সরাসরি কথা বলতে উপজেলা পরিষদে এসে তার স্বাক্ষাত না পাওয়ায় তাকে ফোন দিয়ে বালু উত্তোলন অবৈধ, আপনি জনপ্রতিনিধি হয়ে এভাবে কেন বালু উত্তোলন করছেন বললে তিনি উত্তেজিত হয়ে খোঁচানোর জায়গা পান না বলে ফোন কেটে দেন।
পরে আবারো উক্ত ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী ঐ মোবাইল থেকে ফোন দিয়ে তিনি নিজে ও পুরুষ কন্ঠের একজন প্রতিবেদককে বলতে থাকেন, কোনো কিছু করলে আমার সামনাসামনি এসে করেন। আপনি কৈফিয়ত নেওয়ার কে। আপনি কোন এলাকায় সাংবাদিকতা করেন। ঠান্ডা মাথায় বলছি শত্রুতা করিয়েন না। নিউজ করবেন না কি করবেন করেন।
বিষয়টি নিয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন সাহেবকে ফোন দেওয়া হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।