Hits: 17
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট মানেই যেন রোমাঞ্চকর সমাপ্তি! অ্যান্টিগায় ২০০০ সালে, ২০১৭ সালে ডমিনিকায়, সর্বশেষ জ্যামাইকায় শ্বাসরূদ্ধকর টেস্ট উপহার দিলো দুই দল। দাঁত কামড়ানো পরিস্থিতির জন্ম দিয়ে প্রথম টেস্ট এক উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেছে ক্যারিবীয়রা।
অথচ জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান। ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৫১ রানে হারিয়ে ফেলে ৯ উইকেট! শেষ জুটিতে কেমার রোচ ও জেইডেন সিলস যখন ক্রিজে, তখনও প্রয়োজন ১৭ রান। এ সময় আউটের সুযোগ আসেনি এমনও নয়। কিন্তু ভাগ্যের ছোঁয়া থাকায় এই যাত্রায় বেঁচে গেছে ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত রোচ-সিলসের কল্যাণেই এক উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ।ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে প্রতিরোধ গড়ে এক প্রান্ত আগলে খেলেছেন শুধু জার্মেইন ব্ল্যাকউড। তাকে ৫৫ রানে বিদায় দিয়েই ম্যাচে ফিরেছিল পাকিস্তান। কিন্তু শেষ দিকে পেসার রোচ ৫২ বলে ৩০ রানে অপরাজিত থেকে জয়ের বন্দরে নোঙর ফেলেছেন। সঙ্গী সিলস ২ রানে অপরাজিত ছিলেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর