Hits: 2
প্রায় ২০ বছর পর কাবুলে ফিরে আফগান যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। গোষ্ঠীটির এক মুখপাত্র বলেছেন, ‘আমরা যা চেয়েছিলাম সেই লক্ষ্যে পৌঁছেছি, দেশের স্বাধীনতা এবং জনগণের মুক্তি।’ তিনি বলেন, তালেবান মনে করে না বিদেশি বাহিনী আফগানিস্তানে তাদের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাবে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হয় তালেবান। গত কয়েক দিনে দ্রুত গতিতে দেশের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর রবিবার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করে তালেবান নেতারা। তারা রাজধানীর ১১টি ডিস্ট্রিক্ট সেন্টারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।
এরপরই তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম আফযুদ্ধ অবসানের ঘোষণা দিয়ে বলেন, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে। তিনি বলেন, কোনও কূটনৈতিক কাঠামো কিংবা তাদের কোনও কার্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয়নি। সব কূটনীতিক মিশন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম বলেন, ‘আমরা সব আফগান অংশীদারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আর তাদের প্রয়োজনীয় সুরক্ষার নিশ্চয়তা দেবো।’ তিনি বলেন, তাদের গ্রুপ প্রতিটি পদক্ষেপ দায়িত্বশীলতার সঙ্গে নেবে এবং সকলের সঙ্গে শান্তি বজায় রাখতে আগ্রহী।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর