Hits: 5
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট ফাঁড়ি পুলিশের অভিযানে আলা উদ্দিন (৪৮) নামে এক পেশাদার ডাকাতকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলাউদ্দিন জয়পুরহাটের কালাই থানাধীন কৃষ্টপুর গ্রামতলার মো. হায়দার মিয়ার ছেলে।
রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে কামদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে তাকে আটক করা হয়।
বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, আটক ওই ডাকাত একাধিক মামলার আসামি। সেই সাথে সে দীর্ঘ দিন থেক ডাকাতির সাথে জরিত রয়েছে।