Hits: 1
চতুর্দিক থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢোকা শুরু করেছে তালেবান। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের দূত জালমাই খলিলজাদ এবং ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিবিসি জানিয়েছে, তালেবান যখন কাবুল শহরের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে – সে সময় প্রেসিডেন্ট আশরাফ ঘানি মার্কিন দূত জালমাই খলিলজাদ এবং ন্যাটো জোটের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন। তালেবানের আত্মসমর্পনের আহ্বানের পর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ক্ষমতা ‘হস্তান্তর’-এর প্রস্তুতির জন্য তালেবানের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওয়ানা হয়েছে। এক আফগান কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নিরাপত্তা বাহিনী কাবুলে বহাল থাকবে। সিএনএনের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের কয়েকজন জ্যৈষ্ঠ তালেবান নেতাকে যুক্ত করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে।
এদিকে, এক বিবৃতিতে তালেবানের জ্যেষ্ঠ নেতারা তাদের যোদ্ধাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পৃথক বিবৃতিতে ব্যাংক, বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিশানা (টার্গেট) করা হবে না বলে জানিয়েছে তালেবান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর