Hits: 18
ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারে ক্ষতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিটি ভুয়া বলে দাবি করেছে সেতু বিভাগ। তারা বলছে সেই ছবিটি আসল নয়। যারা এই ছবি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের একটি গণমাধ্যমকে বলেন, ভুয়া ছবিটি আমাদের নজরে এসেছে। এটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আজ (শনিবার) লৌহজং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর