Hits: 70
গাইবান্ধার বিভিন্ন এলাকার আলোচিত পৃথক ৩ টি হত্যাকাণ্ড মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ আগস্ট) বিকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াস জিকুর নেতৃত্বে ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই নওশাদ আলী তথ্য প্রযুক্তির সহায়তায় অতি দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনার মাধ্যমে সুজন মাঝি হত্যা মামলার ৪ জন এবং কামারজানীর গোঘাট চরে নান্নু মিয়া হত্যা মামলার ৫ জন, ও লিখন হত্যা মামলার একজনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে পৃথক তিনটি আলোচিত মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন।