Hits: 4
আফগানিস্তানে তালেবানের অভিযানের মুখে প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ। কেউ কেউ রাজধানী কাবুলে আশ্রয় নিচ্ছে।
আবার কেউ সীমান্ত পেরিয়ে পাকিস্তান-তাজিকিস্তানে যাচ্ছে। গত কয়েক দিনে কাবুলের উপকণ্ঠে এসে পৌঁছেছে কয়েখ লাখ মানুষ। কিন্তু বেশির ভাগের জন্যই জুটছে না নিরাপদ আবাস। বাধ্য হয়ে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। ঘুমাতে হচ্ছে রাস্তার ওপরেই। তার ওপর খাবার ও পানির অভাবে যোগ হয়েছে সীমাহীন দুর্ভোগ।
এদিকে আফগানিস্তানে মোট ৩৪টি প্রদেশের ১৫টিরই দখল নিয়েছে তালেবান। এখন ক্রমেই কাবুলের দিকে অগ্রসর হচ্ছে যোদ্ধারা। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শুধু তাই নয়, কূটনীতিক ও দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে কাবুল বিমানবন্দরে সেনা পাঠাচ্ছে দেশ দুটি।
প্রায় তিন হাজার সেনা পাঠাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে প্রায় ৬০০ সেনা পাঠাচ্ছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। খবর আলজাজিরা ও এএফপি।
বিদেশি সেনা প্রত্যাহারের পর ঝড়ের গতিতে এগোচ্ছে তালেবান। প্রতিদিনই নতুন নতুন এলাকা দখল করছে এর যোদ্ধারা। দেশের পুরো উত্তরাঞ্চলসহ এখন পর্যন্ত ১৫টি প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সর্বশেষ এক দিনে (শুক্রবার) তিন প্রাদেশিক রাজধানী তাদের দখলে গেছে। এএফপির খবরে বলা হয়েছে, প্রথমে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল নেয় তালেবান।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর