গাইবান্ধায় ফোরলেনের অনিয়ম দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, গাইবান্ধায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, অপরিকল্পিত লকডাউনের ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের জন্য আর্থিক সহযোগিতা প্রদান, শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, দুর্নীতি- লুটপাট বন্ধসহ বিভিন্ন দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) বেলা ১২টায় শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ এর সভাপতিত্ব সিভিল সার্জন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ( মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার অন্যতম সদস্য প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবু, প্রভাষক কমরেড কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, রাহেলা সিদ্দিকা প্রমূখ। বক্তাগণ বলেন, প্রায় দুই বছর হচ্ছে করোনা মহামারী কিন্তু সরকার এখন পর্যন্ত পর্যাপ্ত করোনা টেস্ট, পর্যাপ্ত অক্সিজেন, ভ্যাকসিনসহ চিকিৎসার পর্যাপ্ত আয়োজন করতে পারেনি। ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে আশঙ্কাজনক অবস্থায়। তাই দ্রুততম সময়ে সবার জন্য টিকা ও বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।