Hits: 3
এক সাথে লড়ি, এক সাথে বাঁচি এই শ্লোগানে করোনা মোকাবেলা ও জন-সচেনতা তৈরির লক্ষে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের কারিগরি স্কুল প্রাঙ্গণে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়।
বৃহ:বার (১১ আগস্ট) শ্রমজীবী সুরক্ষা ও মানবিক সহায়তা তহবিলের পক্ষে মাস্ক বিতরণ করা হয় ।
বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতির দারিয়াপুর অঞ্চলের আহ্বায়ক কমরেড নাজিম উদ্দিনের নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. মোজাহার আলী ( মন্টু), শৈলাস চন্দ্র মহন্ত, ওবাইদুল্লাহ ও বিপ্লবী ছাত্র মৈত্রীর দারিয়াপুর অঞ্চলের সংগঠক তৈয়ব ইসলাম, সেলিম হাসানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বক্তারা উল্লেখ করেন, করোনার প্রভাবে দেশে বেকারত্ব বেড়েছে। সেই সাথে বেড়েছে দারিদ্রতা। অনেকে সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। আয় এবং কাজ হারানো মানুষের জন্য রাষ্ট্রের পর্যাপ্ত সহায়তার উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে করোনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ নেই। সকল ক্ষেত্রে দুর্নীতি লুটপাট বন্ধের আহ্বান জানিয়ে, অবিলম্বে ঘরে ঘরে খোঁজ নিয়ে-বিনামূল্যে খাদ্য, নগদ অর্থ ও চিকিৎসার ব্যাবস্হা করার জোর দাবি জানান তারা।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর