Hits: 2
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদ কর্তৃক গঠিত করোনা দুর্যোগকালীন জরুরী সেবায় নিয়োজিত ” শহীদ রাজু ব্রিগেড” এর উদ্যোগে সচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
রবিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় গাইবান্ধা সরকারি কলেজের কর্ণেল তাহের চত্বরে কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন, জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, পলাশবাড়ী উপজেলা সংসদ এর যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সরকারি কলেজ শাখার সদস্য জুয়েল, রিপন, সান্ত্বনা প্রমূখ।
বক্তারা করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সচেতন হতে আহবান জানানোর পাশাপাশি, অগ্রাধিকার ভিত্তিতে সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও করোনাকালীন সকল বেতন মওকুফ করাসহ এসাইনমেন্ট পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ণের বিকল্পের দাবি জানান। এসময় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর