Hits: 7
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ কর্তৃক গঠিত করোনা দুর্যোগকালীন জরুরী সেবায় নিয়োজিত ‘শহীদ রাজু ব্রিগেড’ এর উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৭ আগষ্ট) বেলা ১২টায় পলাশবাড়ী চৌমাথায় কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি ওয়ারেছ সরকার, পলাশবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক মনোয়ার হোসেন লাহুল, মোঃ হাবিবুর রহমান, কোরাইশ মিয়া প্রমুখ। এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদল, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু ।
বক্তারা করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হতে আহবান জানান, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার আহবান জানানোর পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও করোনাকালীন সকল বেতন মওকুফ করার দাবি জানান। এসময় পাঁচশতাধিক মাস্ক বিতরণ করা হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর