Hits: 8
গাইবান্ধায় ধারাবাহিকভাবে সংঘটিত হাসান-রোকন-রকি-লিখন-নান্নু হত্যাকান্ডের প্রেক্ষিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উদ্বেগ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, গত ৪মাসে গাইবান্ধা সদরেই ৫টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে যা রীতিমত উদ্বেগজনক। সেই সাথে এইসব হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুরুতেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এতগুলো হত্যাকান্ড সংঘটিত হত না। তারা অবিলম্বে সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
শনিবার (৭ আগষ্ট) বেলা ১২টায় জেলা সিপিবি কার্যালয়ে মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজিউর রহমান রাফেল, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জমান, ওয়ার্কার্স পার্টির জেলা নেতা এ্যাড. আশরাফ আলী, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা মৃণাল কান্তি, সামাজিক সংগ্রাম পরিষদের জাহাঙ্গীর কবীর তনু, প্রবীর চক্রবর্ত্তী, সাংবাদিক কায়সার রহমান রোমেল প্রমুখ।
সভা শেষে সকল হত্যাকান্ডের বিচার দাবিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ১১ আগষ্ট সকাল ১১টায় ডিবি রোডে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর