Hits: 4
গাইবান্ধা-ধর্মপুর উপ মহাসড়কে নিজের মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনারুল ইসলাম রনি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক গাইবান্ধা পৌর এলাকার আব্দুল মালেকের ছেলে।
শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ওই উপজেলার দারিয়াপুরের উত্তর পার্শ্বে এম আর এইচ ভাটার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটর সাইকেল কাবিলের বাজার থেকে দারিয়াপুরের দিকে যাচ্ছিল। এমন সময় বৃষ্টি শুরু হলে ওই ব্যক্তি মোটর সাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরেন। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।