Hits: 4
গাইবান্ধা সদর উপজেলার কামারজানির চরে উদ্ধার হওয়া নান্নু মিয়ার (২২) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসির বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। নিহত নান্নু মালিবাড়ী ইউনিয়নের কিশামত মালিবাড়ী পূর্বপাড়া গ্রামের নয়া মিয়ার ছেলে।
শনিবার (৭ আগস্ট) মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ী বাজারে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমউনিস্ট পার্টি দারিয়াপুর অঞ্চল শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার , এলাকাবাসির পক্ষে শাহজাহান মিয়া, নয়া মিয়া প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন নান্নু মিয়া ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। ঈদ উল আযহা উপলক্ষ্যে বাড়ীতে বেড়াতে এসে ৩১ জুলাই নিখোঁজ হন। এরপর অনেক খোঁজা খুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তার অর্ধগলিত লাশ কামারজানীর চর থেকে উদ্ধার করে পুলিশ। প্রথমে পুলিশ নান্নু মিয়াকে অজ্ঞাত বললেও পরে তাকে পরিবারে লোকজন সনাক্ত করে। নান্নু মিয়ার পরিবারের দাবি প্রেমের সর্ম্পকের কারণে এমন হত্যাকান্ড ঘটানো হয়েছে। তাই তারা ছেলে হত্যার আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর