Hits: 2
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে গাইবান্ধার ৮ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হলো জেলা ক্রীড়া সংস্থা পদক। গাইবান্ধার ক্রীড়াঙ্গনে অবদানের জন্য তাদের এই পদক প্রদান করা হয়। বৃহস্পতিবার (০৫ আগস্ট) শেখ কামালের জন্মবার্ষিকীতে তাদের হাতে এই পদক তুলে দেয়া হয়। পদকপ্রাপ্তরা হচ্ছেন, ক্রীড়া পৃষ্ঠপোষক এম এ ওয়াহেদ, সংগঠক আসাদুজ্জামান খান মুন্নু, সামিউল ইসলাম পিপলু, সাংবাদিক গোবিন্দলাল দাস, ফুটবলার মো. শামসুজ্জোহা ও খন্দকার আব্দুস ছাত্তার নওশা, ক্রিকেটার ওয়াজিউর রহমান রাফেল ও অ্যাথলেট মোসলেমা বেগম রানী। পদক ছাড়াও তারা সনদপত্র ও ৫ হাজার টাকা পাবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা বরেণ্য ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিন রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৯টায় গাইবান্ধা পৌর পার্কে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণে অংশগ্রহণ, বিকাল ৪টায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাড়ে ৪টায় জীবনীভিত্তিক আলোচনা ও বিকাল ৫টায় পদক বিতরণ অনুষ্ঠান।
বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অংশ নেয় পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি ও গাইবান্ধা এসএফসিএ ফুটবল কোচিং একাডেমি। বিশিষ্ট ক্রীড়াবিদ অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে শেখ কামালের জীবনীভিত্তিক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও আওয়ামী লীগ জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব গোলাম মারুফ মনা। আলোচনা শেষে ৮জন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংবাদিককে সম্মানা প্রদান করা হয়। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর