Hits: 2
পরীমনিকে বুধবার ঢাকায় আটক করার পর র্যাব বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিম্যান্ডে নিয়েছে।চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় মামলা করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই মামলায় পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম ওরফে ‘দীপু মামা’কে আসামি করা হয়েছে। পরে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে পরীমণি ও আশরাফুলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পরীমণি ও আশরাফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া পৃথকভাবে মাদক আইনে একই থানায় প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সবুজ আলীর বিরুদ্ধে মামলা করেছে র্যাব। এর আগে গত বুধবার বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করা হয়। ওই অভিযানের ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয় রাজসহ আরও তিনজনকে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর