Hits: 2
বরিশাল বিভাগে করোনার সংক্রমণ ও মৃত্যু ক্রমেই বাড়ছে। কমে আসছে হাসপাতালের ফাঁকা শয্যার সংখ্যা। সার্বিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তারা পরিস্থিতি মোকাবিলায় কীভাবে সামর্থ্য আরও বাড়ানো যায়, তা নিয়ে জরুরি বৈঠক করেছে। মঙ্গলবার সকালের এই বৈঠকে বরিশাল জেলা প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভা সূত্রে জানা গেছে, সভায় বরিশাল নগরে নারী করোনা রোগীদের জন্য ২০ শয্যার একটি সংরক্ষিত ইউনিট এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮০টি নতুন শয্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী বরিশাল নগরে একটি বেসরকারি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করতে প্রস্তুতি রাখারও সিদ্ধান্ত হয়েছে।
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা হয়। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সভাপতিত্ব করেন। সভায় বর্তমান করোনা পরিস্থিতি, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন কীভাবে সমন্বয় করে পরিস্থিতির ভয়াবহতা প্রতিরোধ করতে পারে, সে বিষয়ে আলোকপাত করা হয়। একই সঙ্গে হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো, প্রয়োজনীয় অক্সিজেন নিশ্চিত করাসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর