Hits: 1
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুস সালাম ও ফুল মিয়া নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।নিহত ফুলমিয়া পন্ডিতপুর গ্রামের ফেরদৌসের ছেলে।
শুক্রবার (৩০জুলাই)সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে ছিঁটকে পড়ে আব্দুস সালাম নামে এক যুবকের মৃত্যু হয়।
এসময় তার সাথে থাকা মটরসাইকেলে থাকা ফুল মিয়া নামের অপর যুবকও ছিঁটকে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটার্জী এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর