Hits: 1
সাপ্তাহিক দারিয়াপুর ডেক্স :
দ্বিতীয় ধাপের কঠোর লকডাউনের ৮ম দিনে অফিস আদালত বন্ধ থাকলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিমিত পরিসরে খোলা থাকায় রাস্তায় লোক সমাগম ছিল প্রচুর।
এছাড়া নির্দেশ অমান্য করে জেলা শহর ও উপজেলা সদরে মটর সাইকেল ও অটোবাইকের সংখ্যা ছিল চোখে পরার মত। ব্যবসায়িরা সকাল থেকে সুযোগ বুঝে দোকানের অর্ধেক পাল্লা খুলে অবাধে বেচাকেনা করতে দেখা গেছে।
এতে করে জেলা ও উপজেলা পর্যায়ে লোকজনের চলাচলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বাজারে মানুষদেও ভীড় করতে দেখা যায়। এছাড়া সিমিত পরেসওে গরুর হাট বসেছিল সকালে।
এদিকে উন্মুক্ত স্থানে কাচাবাজার বসানোর কথা থাকলেও তা পালন করা হচ্ছে না। দারিয়াপুর বাজারে কেউ স্বাস্থ্যবিধি মানা তো দুরের কথা কেউ মাস্ক না পড়ে আগের মতই যথারীতি ভীড় করে কেনাকাটা করছে। ফলে বন্দরে লোকজনের চলাচল আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় মনেই হয় না লকডাউন চলছে। লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে বন্দরে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর