Hits: 3
বাংলা সিনেমায় খল চরিত্রে একচ্ছত্র আধিপত্য সব সময় পুরুষ অভিনেতাদের। আর নারী চরিত্রে যেসব শিল্পী অভিনয় করতেন তারা সব সময় নায়িকা, মা-ভাবী চরিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকতেন। তবে খল নারী চরিত্রে রুপালি পর্দায় নিজেদের যারা সফলভাবে মেলে ধরেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রয়াত মায়া হাজারীকা, রীনা আকরাম, রানী সরকার, রওশন জামিল ও সুমিতা দেবী।
এসব গুণী শিল্পীর পথ ধরেই পরবর্তীতে সিনেমায় নিজেদের মেলে ধরেন দুলারী, রীনা খান ও শবনম পারভীন। নেগেটিভ চরিত্রে এই তিন নারী শিল্পী সিনে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। অবশ্য এই অভিনেত্রীদের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়িকা হিসেবে। কিন্তু দর্শকরা তাদের গ্রহণ করেনি। সিনেমায় তাদের সাফল্য এসেছে নেগেটিভ চরিত্রে কাজ করে। বাংলা সিনেমায় খল চরিত্রে একচ্ছত্র আধিপত্য সব সময় পুরুষ অভিনেতাদের। আর নারী চরিত্রে যেসব শিল্পী অভিনয় করতেন তারা সব সময় নায়িকা, মা-ভাবী চরিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকতেন।তবে খল নারী চরিত্রে রুপালি পর্দায় নিজেদের যারা সফলভাবে মেলে ধরেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রয়াত মায়া হাজারীকা, রীনা আকরাম, রানী সরকার, রওশন জামিল ও সুমিতা দেবী। এসব গুণী শিল্পীর পথ ধরেই পরবর্তীতে সিনেমায় নিজেদের মেলে ধরেন দুলারী, রীনা খান ও শবনম পারভীন। নেগেটিভ চরিত্রে এই তিন নারী শিল্পী সিনে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। অবশ্য এই অভিনেত্রীদের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়িকা হিসেবে। কিন্তু দর্শকরা তাদের গ্রহণ করেনি। সিনেমায় তাদের সাফল্য এসেছে নেগেটিভ চরিত্রে কাজ করে। বাংলা সিনেমায় খল চরিত্রে একচ্ছত্র আধিপত্য সব সময় পুরুষ অভিনেতাদের। আর নারী চরিত্রে যেসব শিল্পী অভিনয় করতেন তারা সব সময় নায়িকা, মা-ভাবী চরিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকতেন।
তবে খল নারী চরিত্রে রুপালি পর্দায় নিজেদের যারা সফলভাবে মেলে ধরেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রয়াত মায়া হাজারীকা, রীনা আকরাম, রানী সরকার, রওশন জামিল ও সুমিতা দেবী। এসব গুণী শিল্পীর পথ ধরেই পরবর্তীতে সিনেমায় নিজেদের মেলে ধরেন দুলারী, রীনা খান ও শবনম পারভীন। নেগেটিভ চরিত্রে এই তিন নারী শিল্পী সিনে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। অবশ্য এই অভিনেত্রীদের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়িকা হিসেবে। কিন্তু দর্শকরা তাদের গ্রহণ করেনি। সিনেমায় তাদের সাফল্য এসেছে নেগেটিভ চরিত্রে কাজ করে।
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | সাপ্তাহিক দারিয়াপুর